ঢাকা (রাত ৩:৫৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে জেলা পরিষদ সদস্য হিসেবে বিজয়ী সামদানী খান

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৩১, ১৭ অক্টোবর, ২০২২

জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের বেসরকারি ফলাফলে গোলাম সামদানী খান সুমন হাতী প্রতীকে ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আব্দুল কাদির তালা প্রতীকে ৪০ ভোট, জুলফিকার আলী টিউবওয়েল প্রতীকে ৩৯ ভোট ও স¤্রাট হোসেন শাওন ঘুড়ি প্রতীকে ২ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য আরজুনা কবীর (ঘড়ি) ৮৬, নাজমুন নাহার মুক্তা (ফুটবল) ৫৪ ও ফারহানা আক্তার (দোয়াত কলম) ০৪ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) ৮৬ ভোট,  নূরুল ইসলাম রানা (ঘোড়া) ৪১ ভোট, আমিনুল ইসলাম শাহীন (চশমা) ১৩ ভোট ও হামিদুল ইসলাম (মোটরসাইকেল) ০৬ ভোট পেয়েছেন।
সোমবার গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার কমল কুমার রায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, জেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর ৫ নং ওয়ার্ডে মোট ভোটার ১৪৬ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন। একজন ভোটার প্রার্থী নির্বাচন করতে পারেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT