ঢাকা (রাত ১২:২২) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে জনশুমারী ও গৃহগণনাকারীদের মাঝে ট্যাব বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার ১২:১২, ১২ জুন, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গৌরীপুর পৌরসভার সুপারভাইজার ও গনণাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিন প্রশিক্ষনার্থীদের মাঝে ট্যাব বিতরণ ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এ উপলক্ষ্যে শনিবার (১১ জুন) বিকাল ৩ টায় পৌরসভার শহীদ মঞ্জু সড়কে অবস্থিত এনটিটি স্কুলের হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জনশুমারী ও গৃহগণনা কমিটির সভাপতি হাসান মারুফ।

ট্যাব বিতরন অনুষ্ঠানে জনশুমারী ও গৃহগনণার সুপারভাইজার ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা ও শুমারী উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহম্মদ, জোনাল অফিসার সোমা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, পৌর শহরের ৯টি ওয়ার্ডে সুপারভাইজার ১২ জন ও গণনাকারী ৬৮ জন এ কর্মশালায় অংশগ্রহন করেছেন।

আগামী ১৫ই জুন রাত ০০ মিনিট থেকে এ গণনার কাজ ডিজিটাল পদ্ধতিতে শুরু হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT