ঢাকা (সন্ধ্যা ৭:১৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০২:০৪, ১৪ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম মিঠু (২৪); নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মিঠু গৌরীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার এলাকায় এক দুবৃর্ত্ত মিঠুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহজাবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন; মিঠুর বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের চাচা দেলোয়ার হোসেন ঈশা খাঁ জানান, পৌর শহরের বাড়িওয়ালাপাড়ার এলবার্ট বাদল ডেভিডের বড় ছেলে এলবার্ট সেন্টু ডেভিট স্বর্ণের অলংকার তৈরি করতে পাশ্ববর্তী টিপু সুলতান জুয়েলার্সের দোকানে আসে। স্বর্ণের দামদামিকে কেন্দ্র করে দোকানের মালিক টিপু সুলতানের সঙ্গে বাকবিতন্ডা হয়। এ সময় আমি উপস্থিত হয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে আসি। এরপরেই এলবার্ট সেন্টু ডেভিটের ছোট ভাই এলবার্ট রকি ডেভিড দোকানে এসে টিপু সুলতানের সঙ্গে আবারও বাকবিতন্ডা শুরু করে। তাদের ঝগড়া থামাতে যায় আমার ভাতিজা জহিরুল ইসলাম মিঠু। ডেভিড রকি এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। আমি ভাতিজাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড রকির নামে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় ২০১৮ সালে স্কুলছাত্র কালাচান হত্যা মামলা রয়েছে।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা এলাকায় লাঠিসোটা নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। শহরের মধ্যবাজারে একটি দোকানে বিক্ষুব্দ জনতা আগুন দেয়। আগুনের ঘটনায় গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গেলে উত্তেজিত জনতা গাড়ি দুটি ভাংচুর করে। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়।

গৌরীপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আনোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি গেলে তা রাস্তাতেই আটক রেখে উত্তেজিত জনতা দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় ফায়ার সার্ভিসের চারজন সদস্য আহত হয়। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাধীকে ধরার চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT