ঢাকা (রাত ৩:৫৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে গণিত উৎসব অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধি Clock শনিবার সকাল ১০:৪৫, ১৫ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াছিন আরাফাত ফাউন্ডেশন এর উদ্যোগে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই গণিত উৎসব দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম।

গণিত উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

শিক্ষার্থীদের খাতা মূল্যায়ণের পর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে ও বেসিক লার্নিং সেন্টারের পরিচালক এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক কামরুল হোসেন, চাঁন্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রমূদ ভৌমিক, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন, বর্ণমালা কিন্ডার গার্টেনের পরিচালক বিদ্যুৎ কুমার নন্দী, সংগঠনের সদস্য ইমরান, দ্বীন ইসলাম, শাহ্ পরান, বিপুল, সৌমিত্রা, মুসলিমা, লিজা প্রমুখ।

পরে মাধ্যমিক পর্যায়ে বিজয়ী ২৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল উপহার দেয়া হয়। প্রতিযোগিতায়  অধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণকারী তিনটি বিদ্যালয়কে সম্মাননা পুরস্কার দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT