গৌরীপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ওবায়দুর রহমান বুধবার রাত ১০:৩২, ১১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা ও পৌর কৃষকদের উদ্যোগে শোভাযাত্রা গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনাম আহমেদ, পৌর কৃষক দলের কাজীয়েল হাজাত মুনসী, সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া, সহ-সভাপতি হযরত আলী, সহ-সাধারণ সম্পাদক ফজলুল্লাহ আল আজাদ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম সুজন, সতিষার কৃষক মো. মফিজ উদ্দিন, নুরুল হক প্রমুখ।