ঢাকা (ভোর ৫:২৫) সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ধর্মপাশায় দুইজন দরিদ্র রোগীকে নগদ অর্থ সহায়তা প্রাদন অনুষ্ঠান Meghna News ৫০ মাসের বকেয়া বেতন প্রদাণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের মেডিক্যাল টিম Meghna News ময়মনসিংহে সিপিবি’র সমাবেশ ও লাল পতাকার মিছিল Meghna News বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সামাদ সভাপতি-জাহাঙ্গীর সম্পাদক Meghna News দেশে ডেঙ্গুতে আক্রান্ত ২৩ হাজার ছাড়ালো Meghna News খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা, ককটেল বিষ্ফোরণে আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিন বন্ধের পর আবারো শুরু হয়েছে আমদানী রপ্তানী Meghna News সাঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট Meghna News দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

গৌরীপুরে কমিউনিটি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ১১:৫৯, ২২ আগস্ট, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে কমিউনিটি ক্লিনিকে সেবাগ্রহীতাদের মাঝে; মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা কমিউনিটি ক্লিনিকে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরশিরা কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দায়িত্বে আছেন মোস্তাফিজুর রহমান আকন্দ সাগর। সোমবার গ্রামের সেবাগ্রহীতারা চিকিৎসাসেবা নেয়ার জন্য ক্লিনিকে আসলে সাগর তাদের শারীরিক সমস্যা ও অসুস্থতার বিবরণ শোনে ওষুধ বিতরণ করেন। কিন্ত ঔষধগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় সেবাগ্রহীতরা বিষয়টি সাগরকে অবহিত করলে হট্টগোল শুরু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসার পর সেবাগ্রহীতারা বিক্ষুব্ধ হয়ে উঠলে; সাগর ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ক্লিনিকের সামনে মেয়াদোত্তীর্ণ ঔষধ নিয়ে বিক্ষোভ করে সেবাগ্রহীতা ও স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ঈসমাইল হোসেন বলেন, আমি শারীরিক সমস্যা নিয়ে ক্লিনিকে ওষুধের জন্য গেলে আমাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেয়া হয়। বিষয়টি সাগরকে অবহিত করলে তিনি ওষুধ পরিবর্তন করে দেয়। পরে আমি খোঁজ নিয়ে দেখি চিকিৎসা সেবা নিতে আসা অন্য সেবাগ্রহীতাদেরও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ করা হয়। ঔষধগুলোর মেয়াদ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে।

সিএইচসিপি মোস্তাফিজুর রহমান আকন্দ সাগর বলেন, আমি ক্লিনিক থেকে মেয়াদোত্তীর্ণ কোন ওষুধ বিতরণ করিনি। কিছু দুষ্কৃতিকারী আমাকে এখান থেকে বদলি করার ষড়যন্ত্র করছে। ওই চক্রটি মেয়াদোত্তীর্ণ ওষুধ এনে মিথ্যা অভিযোগ চাপাচ্ছে আমার ওপর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণের খবর পাওয়ার পর; ঘটনা তদন্ত করতে প্রতিনিধি পাঠিয়েছি। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ করার কোন সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT