ঢাকা (রাত ৯:৪৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার সন্ধ্যা ০৬:১৯, ২৭ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৭ মার্চ) বর্ণিল আয়োজনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল বাংলাদেশ’ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে দু’দিনব্যাপি উন্নয়ন মেলা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার।

আলোচনা শেষে উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় স্টলগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র উপস্থাপন করা হয়েছে।এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ, পুলিশ বিভাগ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT