গৌরীপুরে ‘ঈদ উপহার’ হিসেবে ঘর পেলেন ৩৫ জন গৃহ ও ভূমিহীন পরিবার
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার রাত ০৯:২৫, ২৬ এপ্রিল, ২০২২
আসন্ন ঈদের আগে তৃতীয় ধাপে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৫ জন গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।
মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে স্থানীয় পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
পরে ৩৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে ২ শতাংশ জমির কাগজপত্রাদি ও ঘরের চাবি উপহার হিসেবে তুলে দেয়া হয়।