গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
ওবায়দুর রহমান রবিবার সন্ধ্যা ০৬:২৪, ১৩ অক্টোবর, ২০২৪
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরের আমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাকিল আহমেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রফিকুল ইসলাম, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহজাদা, স্টেশন লিডার সুলতান মিয়া, ফায়ার ফাইটার আওলাদ হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।
আলোচনা সভা শেষে গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করে।