ঢাকা (রাত ২:৫৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে অগ্নিকান্ডে গোডাউন ও বাসা পুড়ে ছাই

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০১:৩৪, ৫ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে তুলার একটি গোডাউনে ও বাসা পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) এ দূর্ঘটনাটি ঘটেছে গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড এলাকায় আলমগীর হোসেন এর তুলার গোডাউন ও বাসায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বজ্রপাত বৈদ্যুতিক খুঁটিতে পড়লে বৈদ্যুতিক সংযোগে তুলার গোডাউনে আগুন লাগে। রোববার সকাল ৭টায় এলাকাবাসী দেখে গোডাউন ও এর পিছনে থাকা বাসা থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দূর্ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসার ভাড়াটিয়া মেহেদী হোসেন জানান, আগুনে আমার বাসার সব ধরনের আসবাবপত্র, এলইডি টিভি ও সুকেসে রাখা নগদ ২২ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহায়তায় কোন রকমে ছোট বাচ্চা ও স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসি।

গোডাউনে মালিক ও তুলা, লেপ-তোষক ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, আমি উত্তর বাজারস্থ আলমগীর বোডিং এ ব্যবসা করি। ব্যবসার উদ্দেশ্যে আমার গোডাউনে তুলা রাখি। কিন্তু গত রাতে অগ্নিকান্ডে আমার গোডাউনে রাখা তুলা, তুলা ভাঙ্গানোর মেশিন, গোডাউন ও বাসা পুড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশন এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অগ্নিকান্ডের খবর শুনেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভানো হয়। এ অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি নিরুপণ করা হয়েছে। ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, এ অগ্নিকান্ডের খবর আমাকে কেউ জানায়নি, খোঁজ নিয়ে দেখছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT