ঢাকা (সকাল ৮:২৪) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরের কিশোর-কিশোরী ক্লাবে অনিয়ম তদন্তের নির্দেশ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ১১:৫৭, ২৭ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরের কিশোর-কিশোরী ক্লাবের অনিয়মের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর, অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও হাসান মারুফ।

বুধবার (২৭ জুলাই) উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপিকে লিখিতভাবে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও।

গৌরীপুর উপজেলার ১১টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। গত ২৪ জুলাই আহম্মেদ হোসেন নামে এক ব্যক্তি কিশোরী-কিশোরী ক্লাবের অনিয়ম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সুলতানা বেগমের বিরুদ্ধে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপনের টাকা আত্মসাত, ক্লাবের নাশতার টাকা বিতরণে অনিয়ম, স্টেশনারি মালামাল ক্রয়ে অনিয়মসহ কয়েকটি অভিযোগ উঠে। এসব বিষয় নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ইউএনও হাসান মারুফ বলেন, কিশোর-কিশোরী ক্লাবে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্তের জন্য কৃষি অফিসারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি বলেন, তদন্তের নির্দেশ পেয়েছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT