ঢাকা (বিকাল ৪:০১) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচনে অনিয়ম তদন্তে সাঘাটায় দ্বিতীয় দিনের তদন্ত সম্পন্ন

আসাদ খন্দকার, গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, গাইবান্ধা প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:১৬, ১৯ অক্টোবর, ২০২২

গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে গত ১২ অক্টোবর উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন।

অনিয়মের কারণ অনুসন্ধানে নির্বাচন কমিশন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। বুধবার সকাল ৯টায় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব সাহেদুন্নবী চৌধুরী। এ সময় তাদের সঙ্গে সহযোগীতায় ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাদাব উদ্দিন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ৪০ টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ভোটের অনিয়মের বিষয়ে জানতে চান তদন্ত কমিটি।

সংশ্লিষ্ট ভোট গ্রহণকারী কর্মকর্তারা ১২ই অক্টোবরের ভোট গ্রহণ পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে অবহিত করেন। সাংবাদিকেরাও কেন্দ্রের বাইরের পরিবেশ এবং ভোটারদের কাছ থেকে শোনা ভোট প্রদান সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা জানান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তদন্ত কমিটির আহ্বায়ক, কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান,  তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT