ঢাকা (রাত ৪:২১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি জানালেন ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার রাত ১১:৫৬, ১৫ আগস্ট, ২০২৪

সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রধান অতিথির বক্তব্যে রাখেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

 

 

 

 

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) পৌর সদদের ৬ নং ওয়ার্ড বিএনপির এক সভায় বক্তব্যকালে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ” স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। পালানোর পরেও এখন দিল্লিতে বসে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করছেন।

 

খুনী হাসিনাকে দ্রুত দেশে এনে গণহত্যার বিচার করার দাবি করছি।

 

 

 

 

ড. মারুফ হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা গণতন্ত্রের মোড়কে দেশে আওয়ামীতন্ত্র বাজারজাত করেছিল। ছাত্র-জনতা যখন বুঝতে পারলেন এই জালিমকে স্বৈরাচারকে তখন দেশছাড়া করেছে ছাত্র-জনতা।

 

 

 

 

এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, উপজেলার ইউনিয়নে ইউনিয়নে শেখ হাসিনা সরকারের হাতে ছাত্র জনতা নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ, অবস্হান কর্মসূচি পালনসহ আন্দোলনে নিহতের জন্য দোয়া মোনাজাত করেছেন বিএনপিসহ এর সহযোগী অঙ্গ সংগঠন ।

 

আজ দিনব্যাপী দাউদকান্দির বিভিন্ন স্থানে সকাল থেকে বিকেল পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে সরব থাকার কথা জানান পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।

 

 

 

 

গতকাল রাত থেকেই পৌরসভায় বিএনপি ও সহয়োগী অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগষ্ট ঘিরে কোন ধরেনর বিশৃঙ্খলা করতে না পারে, তা প্রতিহত করতে এই অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।

 

 

 

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিমউদদীন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহম্মদ চেয়ারম্যান,

 

পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিটার চৌধুরী,জেলা যুব দলের সভাপতি ভিপি সাহাবউদ্দিন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, ৬ নং ওয়ার্ড

 

কাউন্সিলর সালাউদ্দিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ আরও অনেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT