ঢাকা (রাত ১২:৩১) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে- মির্জা ফখরুল

রাজনীতি ২৮৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সকাল ১০:০৯, ১৭ জুন, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে গনতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কর্মী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ফেইল স্টেট হিসেবে পরিনত হয়েছে। এখানো কথাও কোন জবাবদিহিতা নেই। সরকারকে কেউ প্রশ্ন করতে পারে না। তারা যা খুশি তাই করে যাচ্ছে। আমরা গনতন্ত্র বিশ্বাস করি। আমরা এখন নিশ্বাস নিতে পারছি না। এ অবস্থায় স্বাভাবিকভাবে আজ কর্মীরা হতাশ হয়ে পরেছে। তারা মনে করে গনতন্ত্রের জন্য সংগ্রাম করে কি লাভ হবে। অবশ্যই লাভ হবে।
তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের জন্ম হয়েছিল সংগ্রামের মধ্য দিয়ে। তাই আজকে গনতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান সহ জেলা ও রুহিয়া থানা বিএনপি’র শীর্ষ নেতাকর্মীরা ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT