ঢাকা (রাত ২:৪৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা ২০৫৭১ ও ধানের শীষ ৫১৬৪

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার বেলা ১২:৫৮, ২৯ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ কাজিউল ইসলাম ১৫ হজার ৩০৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু বকর সিদ্দিক (বিএনপি বিদ্রোহী)  প্রার্থী নারিকেল গাছ প্রতীকে  পেয়েছেন ৫ হাজার ২৬৪ ভোট।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৫ হাজার ১৬৪ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মজিদ হাত পাখা প্রতীক ৪ হাজার ৮৫ ও মোঃ সাইদুল ইসলাম দুলাল (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী জগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১২ ভোট।মোট বৈধ ভোটের সংখ্যা ৩৬ হাজার ৮৯৬ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ১০২।

জেলা নির্বাচন ও রিটার্ণিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তুচ্ছ দু’একটি ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোন ধরণের অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোট জালিয়াতির কোন অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৬ হাজার ৩৯৫ জন। এরমধ্যে নারী ভোটার ২৯ হাজার ৪৮ জন আর পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT