ঢাকা (রাত ১১:৩৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রাম পুলিশ সুপারের তরফ থেকে বৃদ্ধা মমিরুননেছাকে ৫ হাজার টাকা ও ২টি কম্বল বিতরণ

টাকা ও কম্বল বিতরণ করছেন পুলিশ সুপার
টাকা ও কম্বল বিতরণ করছেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:৫৬, ১৬ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশ সুপার কুড়িগ্রামের তরফ থেকে বৃদ্ধা মমিরুননেছাকে ৫ হাজার টাকা এবং ২টি কম্বল দেয়া হয়, যা হস্তান্তর করেন ওসি ভূরুঙ্গামারী।কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে গত মঙ্গলবার( ১৪ জানুয়ারি) দুপুরে তিন মাসের বয়স্ক ভাতার ১৫’শ টাকা তুলতে সমাজ সেবা অফিসে যান মমিরন বেগম। টাকাটা তিনি পেয়েও যান। কিন্তু উপজেলা পরিষদ চত্বরে ওঁত পেতে থাকা ছিনতাইকারী কৌশলে তাঁর টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। মমিরুননেছা  জানান, একজন টাকা গুনে দেয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নেয়। পরে তা ফেরত না দিয়ে পালিয়ে যায়। মমিরুননেছা ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর বারুইটারী গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী।জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩৭ সালে। বয়সের ভারে ঠিকমত কথা বলতে পারেন না তিনি। স্বামী মারা যাবার পর থেকে তিনি ছেলের সাথে আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুঠি গ্রামে থাকেন।কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,”গতকাল ভূরুঙ্গামারী থানায় বৃদ্ধা মমিরুননেছার নিকট থেকে প্রতারনাপূর্বক বিধবা ভাতার ১৫’শ টাকা নিয়ে যাওয়ার ঘটনাটা আমার নজরে আসে, তাৎক্ষনিকভাবে ওসি ভূরুঙ্গামারী থানাকে নির্দেশ দেয়া হয় ঘটনার সাথে জড়িতদের সনাক্তপূর্বক ব্যবস্থা নিতে।ওসি ভূরুঙ্গামারী এ বিষয়ে কাজ করছেন।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT