ঢাকা (রাত ১০:৪৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে দুর্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে দুর্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:১৫, ১৮ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদেরকে নিয়ে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) খলিলগঞ্জস্থ বেসরকারি সংস্থা এএফএডি’র কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় এএফএডি’র নির্বাহী প্রধান সাঈদা ইয়ামিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল হাই সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকুনুল ইসলাম, ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ডিএডি মনোরঞ্জন সরকার, সেন্ট্রর ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সুবীর কুমার সাহা প্রমুখ।

অক্সফাম বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউমেন্টরিয়ান এ্যাক্টরস (এলনা) প্রকল্পের উদ্যোগে লিড এনজিও এমজেএসকেএস সহায়তায় এএফএডি (এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট) কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

কর্মশালায় স্থানীয় মানবিক সহায়তাকারী সংগঠনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের প্রভাবিত করার পদক্ষেপ গ্রহন করা হয়। দিনব্যাপী কর্মশালায় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, চেম্বার অব কমার্স, বিকাশ এজেন্ট, মোবাইল ব্যাংকিং, সিভিল সোসাইটি, মিডিয়া ও জেলা-উপজেলা পর্যায়ের অর্ধ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT