ঢাকা (বিকাল ৩:১৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪১, ১৬ ডিসেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়ার নয়।’ এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
প্রতুষ্যে স্বাধীনতার বিজয় স্তম্ভে ৩১বার  তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, স্বেচ্ছায় রক্তদান, হাডুডু, ক্রিকেট, ফুটবল, ভলিবল টুর্ণামেন্ট, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবাদের সংবর্ধনা, চিত্রা্কংন, রচনা প্রতিযোগিতা, আলোচনাসভাসহ নেয়া হয়েছে নানান কর্মসূচি।

বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজে ৪৭টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। ‘ক’ গ্রুপে প্রথম হয় কুড়িগ্রাম উপজেলা প্রশাসন একাডেমি। ‘খ’ গ্রুপে প্রথম হয় কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুল এবং ‘গ’ গ্রুপে প্রথম হয় বিএনসিসি প্লাটুন।
এছাড়াও ডিসপ্লেতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিলে ১৪টি প্রতিষ্ঠান মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দুই বিভাগে প্রথম হয়। ‘গ’ বিভাগে প্রথম হয় সরকারি শিশু পরিবার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT