কুড়িগ্রামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময়সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:১৫, ২ ফেব্রুয়ারী, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষকগণসহ স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত মতবিনিময়সভায় জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) খান মো.নুরুল আমিন।
এসময় অন্যান্যদের মধ্যো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহন করেন।