ঢাকা (রাত ২:১৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে মাদকসেবীর হাতে মাদ্রাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:৫৫, ৪ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে  চিলমারী উপজেলার আলহাজ্ব মরহুম রজব আলী নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাকিল (১০)
নেশাগ্রস্থ ঘাতক রেজা(৩৫)’র হাতে নিহত হয়৷ শিশু হত্যার ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতই শাকিল মাদ্রাসায় এসে ক্লাস করে। সোমবার (৪ নভেম্বর)  সকাল সাড়ে ১১ টার দিকে  ক্লাসরুমে অন্যান্য সহপাঠীদের সাথে গল্প করছিলো । এসময় বহরের ভিটার মৃত শামছুল হকের  পুত্র নেশাগ্রস্থ  রেজাউল করিম রেজা দরজায় উঁকিঝুঁকি করে । শিশু শাকিল নেশাগ্রস্থ রেজাকে বলে,  “আপনি কেন এখানে এসেছেন, আপনাকে দেখলে আমাদের ভয় লাগে, আপনি চলে যান।” এতটুকু বলাই ছিল তার অপরাধ। মাদকসেবী রেজা ক্ষিপ্ত হয়ে ক্লাসে ঢুকে শাকিলকে টেনেহেচরে বাহির করে প্রথমে পা ধরে  শুন্যর উপর   চক্রাকারে ঘুরাতে থাকে পরে শাকিলের মাথা একটি ইটের উপর রেখে আর একটি ইট দিয়ে আঘাত করে থেতলিয়ে দেয়। এ পরিস্থিতি দেখে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী রেজাকে থামাতে আসে এবং  রেজাকে  গাছের সাথে বেধে রাখে। থানায় খবর দিলে পুলিশ ঘাতক রেজাকে  আটক করে নিয়ে যায়।

শাকিল ইটের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে।  চিলমারী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে শাকিলের মৃত্যু হয়।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মামলার দায়ের করে   জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এদিকে মর্মান্তিক এ হত্যাকান্ডে মাদকসেবী ঘাতক রেজার উপযুক্ত শাস্তির দাবী করছেন সকল শ্রেণি পেশার মানুষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT