কুড়িগ্রামে দুর্যোগে গণমাধ্যম ও স্থানীয় সংগঠনের কর্মশালার সমাপ্তি
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১১:১৮, ১ ডিসেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দুর্যোগকালিন সংবেদনশীলতা পরিস্থিতি তৈরিতে সাংবাদিক ও স্থানীয় সংগঠনের ভূমিকা শীর্ষক দুদিন ব্যাপি কর্মশালার সমাপ্তী হয়েছে। অক্সফামের সহযোগিতায় নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিসিয়েটিভ (নারী) সংগঠন কর্মশালার আয়োজন করে।বেসরকারি এনজিও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় এ্যাম্পাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটারিয়ান এ্যাক্টরস (এলনা) প্রকল্প ফেজ-২ এর মাধ্যমে জেলাসহ উপজেলার সাংবাদিকদের নিয়ে নতুন কর্মসূচি গ্রহন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (১ ডিসেস্বর) কুড়িগ্রাম শহরস্থ আফাদ কনফারেন্স কক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, এলনা প্রকল্প ব্যবস্থাপক শচীন চন্দ্র সরকার প্রমুখ।