ঢাকা (বিকাল ৫:৪৩) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কুড়িগ্রামে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবীতে মানববন্ধন

৮ দফা দাবীতে মানববন্ধন
৮ দফা দাবীতে মানববন্ধন

<script>” title=”<script>


<script>

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি  :  জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন’ কুড়িগ্রাম শাখা এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে ৮দফা দাবী বাস্তবায়নে বক্তব্য রাখেন অ্যাডভোকেট প্রদীপ কুমার সরকার, রবিদাস ছাত্র ফোরামের সভাপতি পরেশ রবিদাস, সাধারণ সম্পাদক শান্ত রবিদাস, ভোলারাম রবিদাস, দীনেশ রবিদাস প্রমুখ। এসময় বক্তারা মানববন্ধনে সকল স্তরে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব দাবি করেন।

৮ দফা দাবীর মধ্যে রয়েছে, জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করা, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করা, সকল মহানগর ও পৌরসভা সমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, বিকল্প পেশায় উৎসাহিত করার জন্য তাদেরকে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহন এবং এই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিশেষ উপবৃত্তি প্রদান, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা প্রবর্তন এবং সরকারি চাকরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা প্রবর্তনের দাবীগুলো রয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT