ঢাকা (সকাল ৬:০৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত। ছবিঃ সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:১৩, ২২ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও ভিডিও চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এবারের প্রতিপাদ্য শ্লোগান ছিল, “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়।” মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন চত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো: হাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী নুর, তথ্য অফিসার মো: শাহজাহান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান বকসী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম বিআরটিএর সহকারি পরিচলাক আলতাব হোসেন প্রমুখ।

র‌্যালি শেষে কুড়িগ্রাম কলেজমোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে আলোচনা সভা ও কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT