কুড়িগ্রামে ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক মঙ্গলবার রাত ১০:৫৯, ২৬ নভেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত সচিব ও লজিক প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ সুপার মোহাম্মদ পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, ইউএনডিপি’র জেলা সমন্বয়কারী মো: মুসা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সেলিনা শেলী খান প্রমুখ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে লজিক প্রকল্প ইউনিয়ন পরিষদকে নিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।
দাতা সংস্থা ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বেসরকারি এনজিও হেলভেটাস। জেলায় ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নে প্রায় ২৪ হাজার উপকারভোগীকে অর্থের মাধ্যমে আইজিএ কর্মসূচিতে স্বাবলম্বি করে তোলা হচ্ছে ।