ঢাকা (ভোর ৫:৩৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে তিনশত দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৩৯, ২৯ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে জেলার ৯ উপজেলায় ৩৪ মে.টন জিআর চাল ও ১০ লাখ ২০ হাজার টাকার খাদ্য সামগ্রী দরিদ্র পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে পৌরসভা এলাকায় ৩ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, এক কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ময়নুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল, কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT