ঢাকা (রাত ২:৩০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে অগ্নিকান্ডে দগ্ধ হলো গবাদি পশু

কুড়িগ্রামে অগ্নিকান্ডে দগ্ধ হলো গবাদি পশু
অগ্নিদগ্ধ গবাদি পশু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৫০, ২ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি  : কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের কৃষক আয়নাল মিয়ার বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘোগাদহ ইউপি চেয়ারম্যান শাহ আলম মিয়া জানান,  আয়নাল হক ও তার পূত্র আনিছুর রহমানের ব্যাপক ক্ষতি হয়। আগুনে পুড়ে যায় একটি বসতঘরসহ গোয়ালঘর। অগ্নিদগ্ধের ঘটনায় আনিছুর রহমানের ৬টি গরু, ৪টি ভেড়া ও ৪টি রাজহাঁস অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপরদিকে আয়নাল হকের ২টি গরু মারা যায়। এ ঘটনায় দগ্ধ হয় অপর ১২টি গরু। এ ঘটনায় দুটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমীন ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল  পরির্দশন করেন।   পরিদর্শন করে তিনি  জানান, দুটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ বান্ডিল ঢেউ টিন ও নগদ ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT