কুড়িগ্রামের রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৮:৫৮, ১৭ এপ্রিল, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে গভীর রাতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম শিশুটির নমুনা সংগ্রহ করেছেন।
জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চায়না বাজার পাগলার দরগা গ্রামের হবিবর রহমানের জামাতা নারায়নগঞ্জে চাকুরির সুবাদে তার কন্যা আয়েশা বেগম ও ৭মাস বয়সি নাতনীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতো। বৃহস্পতিবার গভীর রাতে শিশুটি জ্বর,কাশি নিয়ে মৃত্যু বরণ করে। শিশুটির বাবা নারায়নগঞ্জে কর্মরত থাকায় এবং ওই বাড়িতে যাতায়াত করায় এলাকাবাসী তার মৃত্যুতে করোনার উপসর্গ রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবহিত করেন। পরে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নমুনা সংগ্রহ করেন। এসময় রাজারহাট থানা পুলিশ বাড়িটি লকডাউন করেন।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহিনুর রহমান সরদার নমুনা সংগ্রহের সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে কাউকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
|