ঢাকা (রাত ১১:৫৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে; নিহত ৩ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০২:১২, ১০ এপ্রিল, ২০২২

কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৯ এপ্রিল) ভোর ৫টার দিকে জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান (২৩) ও মো. টুটুল (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক ও তার সঙ্গে থাকা দুজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। তারা রোয়াচালা এলাকার একটি ভাটায় ইট আনার জন্য যাচ্ছিল।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তাটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি উল্টে খালের পানিতে পড়ে যায়। তারা ট্রাক্টরের নিচে আটকে যাওয়াতে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT