ঢাকা (রাত ১১:৪৭) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৫, ১৫ মার্চ, ২০২২

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

পুরস্কারের জন্য মনোনীতরা হলেন-

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীরবিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

সাহিত্যে অবদানের জন্য মরহুম মো. আমির হামজা।

স্থাপত্যে অবদানের জন্য মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

এ ছাড়া গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT