ঢাকা (রাত ১০:৫৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে মুজিব নগর দিবস উদযাপনে সরকারি নির্দশনা মানেনি কোন শিক্ষা প্রতিষ্ঠান

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার ১২:২৯, ১৮ এপ্রিল, ২০২২

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে” ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের নির্দেশনা জারি করা হলেও তা মানা হয়‌নি কুড়িগ্রাম জেলার উলিপুর উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে। এ বিষ‌য়ে সং‌শ্লিষ্ট‌দের সা‌থে কথা বল‌লে তারা সদুত্তর দি‌তে পা‌রে‌নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে উলিপুর সরকারি কলেজ, উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়, হযরত ফাতেমা (রাঃ) পৌর বালিকা স্কুল এন্ড কলেজ, উলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদরাসা, উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানেনি সরকারের নির্দেশনা।

অথচ নির্দেশনায় বলা হয়েছে, দিবসটি উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের অধিদপ্তরগুলো থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান বলেন, ইউএনও স্যার বেলা ১১টায় আমাকে ফোন করে দিবসটি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন, আমিও সহকারি শিক্ষা অফিসাদের বলে দিয়েছি দিবসটি পালনের জন্য।

উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল বলেন, যেহেতু স্টার সানডে উপলক্ষে কলেজ বন্ধ শিক্ষার্থীরা আসেনি, আমিও অসুস্থ্য আসতে পারেনি, একারণে দিবসটি পালন করা সম্ভব হয়নি।

উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত রায় বলেন, স্টার সানডে, কলেজে ডিগ্রী পরীক্ষা চলছে; তাই শিক্ষকদের ডাকলেও পাওয়া যাবে না। একারণে পালন করা সম্ভব হয়নি।

উপজেলা মাধ্যমমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, দিবসটি উপলক্ষে কোন প্রোগ্রাম ছিল না।

জেলা শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, এ বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি। তবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে গতরাতে এবিষয়ে একটি নোটিশ পেয়েছি। সিদ্ধান্তটি লেটে দেয়ায় অনেকে তা জানতে পারে নি।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করার নির্দশনা রয়েছে। কোন প্রতিষ্ঠান যদি পালন না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালন করা হয়। ১৯৭১ সালের এ দিন মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের  প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এই বৈদ্যনাথতলাকেই নামকরণ করা হয় মুজিবনগর হিসেবে। প্রতিবারের মতো এবারো দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি পালিত হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT