উলিপুরে বিভিন্ন আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:৩০, ২ জানুয়ারী, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ‘মাদককে রুখবো,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ শ্লোগান ধারণ করে উলিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার(০২জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর পেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, ইন্সপেক্টর তদন্ত আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উলিপুর পেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।