ঢাকা (রাত ১১:৩৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে পৃথক অভিযানে অনুমতিবিহীন ৩টি ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:০৮, ১৪ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরে অনুমোদনবিহীন  ইটভাটায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা ও পাশাপাশি প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ধামশ্রেণি ইউনিয়নে  এইচএমবি ইটভাটায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর জন্য দেওয়া জেলা প্রশাসনের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে ভাটাটির প্রস্তুতকৃত কাঁচা ইট পানি মেরে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অপর দিকে ধরনীবাড়ি ইউনিয়নের আরও দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।  যেএইচ  ইট ভাটায় ৫০হাজার টাকা ও এফবি ইট ভাটায় ১ লাখ টাকা সহ মোট আড়াই লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ওই ইটভাটাগুলোতে ইট পোড়ানো হচ্ছিলো। আমরা আজ এখন পর্যন্ত তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT