উলিপুরে গরু পালন প্রকল্পের ৯ জন সুবিধাভোগীদের মাঝে গরু বিতরণ
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০৯:৪৬, ৪ মার্চ, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দারিদ্র বিমোচনে বকনা গরু পালন প্রকল্পের আওতায় ৯ জন সুবিধাভোগীর মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। বুধবার(০৪ মার্চ) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকা এর অর্থায়নে ও বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে সংস্থার চত্বরে গরু বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রধান নির্বাহী সুজা মিয়া সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা শিক্ষ অফিসার মোজাম্মেল হক শাহ, উপজেলা প্রকেীশলী কে কে এম সাদেকুল আলম, আরডিআরএস বাংলাদেশ এর এসআরএসডিও জুলফিকার আলী, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক নূর আলম প্রমূখ।