ঢাকা (সন্ধ্যা ৭:৩৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ইসমাইল হত‌্যায় হত‌্যাকারী প্রেমিকা লাবনীসহ গ্রেফতার ২

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৭, ২৫ মে, ২০২১

শিবচরের নিলখ‌ী চরকামারকা‌ন্দি গ্রা‌মের আ‌লো‌চিত বিসিএস পরীক্ষার্থী ইসমাইল হোসেন ইমনকে ত্রিভুজ প্রেমের কারনে গলাকেটে হত্যা করে‌ছে কথিত প্রেমিকা লাবনী আক্তার। লাবনীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ১৫ মে শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের আড়িয়াল খাঁ নদীর উত্তর পাশে সেকান্দার কাজীর ছেলে ইসমাঈল হোসেন ইমনের মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থনে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এই ঘটনায় পরের দিন ইমনের বড় ভাই কাজী রেজাউল বাদী হয়ে একজনকে আসামীকে করে একটি মামলা দায়ের করে। মামলাটি জেলা গোয়েন্দা শাখার তদন্ত করে ১০ দিনের মাথায় হত্যাকারী ও তার সহযোগিদের গ্রেফতার করে। এসময় ইমনের কথিত প্রেমিকা লাবনী আক্তার ও তার প্রেমিক মেহেদী ফরাজীকে গ্রেফতার করা হয়।

তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। এই হত্যাকান্ডটি ত্রিভুজ প্রেমের কারণে হয়েছে বলেও পুলিশ সুপার দাবী করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT