ঢাকা (সকাল ১১:৪৭) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আগুনে পুড়ল সোর্স পোলট্রি খামার; প্রধানমন্ত্রীর কাছে শাস্তির দাবি

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:১৭, ১ মার্চ, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় প্রোটিন সোর্স পোলট্রি খামারে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ফার্মটির মালিক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে এই দাবি জানান তিনি।

এর আগে সোমবার ভোররাতে খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের প্রায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্মের মালিক ড. লিটন।

জানা গেছে, গৌরীপুর ও তারাকান্দা উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের পাশে শিমুলিয়া গ্রামে প্রোটিন সোর্স নামে অত্যাধুনিক খামার গড়ে তোলেন কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন। খামারটিতে ডিম ও মুরগি উৎপাদন করা হয়। সোমবার ভোররাতে খামারের ৬৫ হাজার মুরগির ধারণক্ষমতা সম্পন্ন একটি শেডে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেড ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় ভবনটিও।

কৃষিবিদ ড. সামীউল আলম লিটন বলেন, অনেক স্বপ্ন নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার গড়ে তুলেছিলাম। এখানে একশ লোকের কর্মসংস্থান ছিল। আগুনে সব স্বপ্ন শেষ করে দিয়েছে। যে সকল দুষ্কৃতিকারী আমার এই ক্ষতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি আমি যেন ঘুরে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে দোআ প্রার্থনা করছি।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ খামার পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত করছে। তবে এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্ত আমাদের টিম পৌঁছানোর পূর্বেই খামারের শেডটির অধিকাংশ পুড়ে যায়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত না করে সঠিক বলা যাচ্ছে না।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT