ঢাকা (সকাল ৬:৪৪) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী কেন্দ্রে অগ্নিসংযোগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার সন্ধ্যা ০৭:২৫, ২৫ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবির প্রধান নির্বাচনী কেন্দ্রে কাঠের নৌকা ভাংচুর, পোস্টার ছেঁড়া ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নারিকেল গাছ প্রতীকের সমর্থক মেহেদি হাসান মিথুন সহ দুই বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মিথুন গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি। রোববার (২৪জানুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

এদিকে নৌকার নির্বাচনী কেন্দ্রে হামলা-অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সোমবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।

নৌকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন জুয়েল বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে দলের লোকজন ঐক্যবব্ধ হয়ে কাজ করছে। কিন্তু প্রতিপক্ষ ধানের শীষ ও নারিকেল গাছ প্রার্থী নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নৌকার নির্বাচনী কেন্দ্রে হামলা করে পোস্টার ছেঁড়া ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

অপরদিকে নারিকেল গাছ প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সোমবার স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নারিকেল গাছ প্রতীকের জয় ঠেকাতে আমার কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। নৌকার নির্বাচনী কেন্দ্রে হামলার সাথে আমি জড়িত নই। নৌকার লোকজন নিজেরাই হামলা করে আমার ওপর দায় চাপাচ্ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ যুবলীগ সভাপতির বাড়ি ও নৌকার নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT