ঢাকা (দুপুর ১২:৫৩) শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন বিএনপি নেতা ড. মারুফ

রাজনীতি ২৫২ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সন্ধ্যা ০৬:১৫, ৫ এপ্রিল, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেকোনো ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তরুণ যুবাদের আইকন সুপ্রিম মহামান্য কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

 

তিনি বলেছেন, সাধারণ মানুষের শান্তি বিঘ্ন হয়, সমাজ ও দেশ অস্থির হয়ে পড়ে এমন অপপ্রচার যারা করে তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু।

 

ড. মারুফ হোসেন বলেন, বর্তমান পরিস্থিতি খুব উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে পুঁজি করে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী ও তাদের দোসরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই। আপনাদের এই অপপ্রচার বন্ধ করুন। মানুষের শান্তির কথা চিন্তা করে, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ হোক এমন কর্মকান্ডে নজর দিন। এছাড়া যদি এসব অপপ্রচার করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেন তাহলে আইনের আওতায় আনা হবে।

 

এছাড়াও তিনি অন্তর্জাল দুনিয়ায় ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। শনিবার(৫ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় দেওয়া পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো—”২০২২ সালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা দাউদকান্দির গৌরীপুরে চাঁদাবাজি করত: স্থানীয় বাসিন্দাদের বিবস্ত্র করার ঘটনা ঘটায়, যা ২০২২ সালেই ভিডিও আকারে প্রকাশ পায়।

 

অথচ, আওয়ামী প্রেতাত্মা ও কিছু স্বার্থান্বেষী মহল সেই ২০২২ সালের ঘটনাটির ভিডিওটি ব্যবহার করত: বিএনপি ও অঙ্গ সংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এই সকল মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

এই ধরনের অপপ্রচার চালানো বন্ধ করার দাবি জানাচ্ছি, নতুবা দাউদকান্দি উপজেলা বিএনপি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

 

বিএনপি এই নেতার ফেসবুক স্ট্যাটাসে নানান ধরনের মন্তব্য করে তার প্রসংশা করেন নেটিজনরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT