ঢাকা (রাত ১:১০) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব গ্রেফতার  

ঢাকা বিভাগ ২২৬০ বার পঠিত

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock রবিবার বিকেল ০৫:০৫, ১৮ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিনে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয়সহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতাদের ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বেশ কয়েকজনকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সাম্প্রতিক মোদী বিরোধী আন্দোলনের সময় সহিংসতার একাধিক ঘটনায় মামুনুল হকের নাম রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT