ঢাকা (রাত ১০:১৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতির প্রতিবাদে কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির মানববন্ধন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার বেলা ১২:৪৯, ২৭ জুলাই, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ: স্বাস্থ্যখাতে লুটপাট, অনিয়ম-দুর্নীতি ও মানুষের জীবন নিয়ে ব্যবসা করার প্রতিবাদে কিশোরগঞ্জে মানবববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (২৬ জুলাই) ১১টা থেকে ঘণ্টাব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গৌরাঙ্গ বাজার সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালন করা হয়। কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যসেবায় মানুষের জীবন-মরণের সমস্যাকে পুঁজি করে বাণিজ্যিকরণের নানা অনিয়ম-দুর্নীতিকে ধিক্কার জানানোসহ সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি করে বক্তৃতা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাশেম বিএসসি প্রমুখ। বক্তাগণ কোভিড রোগীর বিনামূল্যে চিকিৎসা, করোনায় কর্মহীন গরিব-দুঃখিদের বিনামূল্যে খাদ্য সরবরাহ, কর্মসৃজন প্রকল্প সকল উপজেলায় চালু করে গ্রামীণ মজুরদের কাজের ব্যবস্থা, পল্লী রেশনিং চালু করে গরিব মানুষদের সারা বছর কম দামে চাল, ডাল, তেল, নুন, চিনি প্রদান এবং স্বাস্থ্যখাতে লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT