ঢাকা (রাত ২:২৬) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিভি তৈরীর ক্ষেত্রে অধিকাংশ নতুনদের মাথায় যেই প্রশ্নগুলো আসে

শিক্ষাঙ্গন ২৩০০ বার পঠিত
সিভি তৈরীর ক্ষেত্রে অধিকাংশ নতুনদের মাথায় যেই প্রশ্নগুলো আসে

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার দুপুর ০১:৩৩, ৮ মার্চ, ২০২২

সিভি তৈরীর ক্ষেত্রে ফ্রেশার হিসেবে আমাদের যেসকল কনফিউশন তৈরী হয় তা নিয়ে প্রথমবারের মতো বেশ কয়েকজনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তথ্য শেয়ার করলাম। সাধারণত যেই প্রশ্নগুলো প্রথমেই মাথায় আসে তা হলোঃ

১। আমার সিভি কি ১ পাতার হবে নাকি ২ পাতার?

উওরঃ সাধারণত বর্তমান অবস্থা বিবেচনা করলে ১ পাতার সিভি উত্তম, বিশেষ করে আপনারা যারা ফ্রেশার হিসেবে চাকরিতে আবেদন করবেন। তবে যদি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বেশি থাকে যা এক পাতায় লিখে শেষ করতে পারছেন না, সেক্ষেত্রে ২ পাতার সিভি শ্রেয়।

২। সিভি রেফারেন্সে কার তথ্য দিতে হবে হবে?

উত্তরঃ আপনার সিভিতে নূন্যতম ২ টি রেফারেন্স দেয়া ভালো। এখন আসি, রেফারেন্সগুলোতে আসলে কোন ব্যক্তিবর্গের তথ্য দিতে হবে।

ক. পূর্বে চাকরির অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি পূর্বে যেই কোম্পানিতে চাকরি করেছি সেই কোম্পানির উর্ধতন কর্মকর্তার তথ্য দিতে হবে যিনি আপনার কাজ সম্পর্কে ধারণা রাখেন। তবে মনে রাখবেন, আপনার সহকর্মীর তথ্য না দেয়া উত্তম।

খ. ফ্রেশার এবং অভিজ্ঞদের ক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছেন সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষকের তথ্য এই অপশনে দিতে হবে।

গ. সর্বশেষ ব্যক্তিগত সংক্রান্ত রেফারেন্স এমন ব্যক্তির তথ্য দিতে হবে যিনি আপনার প্রথম বংশের কেউ নন তবে তিনি সমাজে ভালো কোথাও প্রতিষ্ঠিত। তিনি যে কেউ হতে পারেন যিনি আপনাকে ব্যক্তিগত ভাবে চিনেন।

৩। শিক্ষাগত যোগ্যতা কি শুরুর দিকে দিতে হবে নাকি শেষের দিকে?

উত্তরঃ ফ্রেশারদের ক্ষেত্রে শিক্ষাগত তথ্য সবার আগে দিতে হবে, চাকরির অভিজ্ঞতা থাকলে তা আগে দিয়ে এরপর শিক্ষাগত তথ্য লিপিবদ্ধ করলে শ্রেয়।

৪। আমার জিপিএ/ সিজিপিএ কি সিভিতে দিতে হবে?

উত্তরঃ বেশিরভাগ ক্ষেত্রে আপনার রেজাল্ট উল্লেখ করে দেয়া উত্তম।

৫। চাকরির অভিজ্ঞতা না থাকলে কি করা উচিত?

উত্তরঃ চাকরির অভিজ্ঞতা না থাকলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ৪টি বিষয় তুলে ধরতে পারেন।
ক. আপনার বিদেশী ভাষা জানা থাকলে সেটা হাইলাইট করবেন
খ. পড়ালেখার পাশাপাশি কোন কোর্স করে থাকলে তা উল্লেখ করবেন (উদাহরণ: মাইক্রোসফট এক্সেল কোর্স)
গ. আপনার এক্সট্রা কারিকুলার এক্টিভিটি উল্লেখ করতে পারেন
ঘ. কম্পিউটার এর কোনো স্পেসিফিক স্কিল জানা থাকলে তা উল্লেখ করতে পারেন




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT