ঢাকা (সকাল ৯:৫৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০৮:১০, ২ মে, ২০২২

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এর তিনবারের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের আজ (সোমবার, ২মে) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

ডা: ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি ১৯৪৭ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তাঁর পিতার নাম মোজাফফর আলী ফকির এবং মাতার নাম সামসুন্নাহার।

ময়মনসিংহ জিলা স্কুল থেকে ম্যাট্রিক, আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯৬৮-৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ৭১’র সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা রেখে বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগদান করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন।

তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচেনে টানা ৩বার বিজয়ী হন। আমৃত্যু তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি গৌরীপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার পিতলের ম্যুরাল, বঙ্গবন্ধু চত্বর, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩ ফুট উঁচু একটি ভাস্কর্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ফটো গ্যালারি, নিজ পিতার নামে মোজাফ্ফর আলী ফকির স্কুল ও কলেজ স্থাপন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT