ঢাকা (সন্ধ্যা ৭:১৯) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাপাহারে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে জরিমানা

সাপাহারে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে জরিমানা
ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার ১২:১৩, ৩১ অক্টোবর, ২০১৯

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২টি ঔষধ ফার্মেসী, ২টি অটোচার্জার ও ৩ জন মোটরসাইকেল চালকের ভ্রাম্যমান আদালতে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় সেখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ফোর্স সহ উপস্থিত ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়। হাতে লিখে মূল্য নির্ধারন, মেয়াদ উর্ত্তীন্ন ও প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রির অপরাধে সদরের জেনারেল ফার্মেসীর ১০ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ২টি অটোচার্জারের ডান দিকে ব্লক না লাগানো ও ৩ টি মোটরসাইকেল চালকের হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় ১৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও কল্যাণ চৌধুরী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT