সাতক্ষীরার সাবেক রোটারেক্ট সভাপতি জেমস করোনায় আক্রান্ত
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ১০:৫২, ২২ জুন, ২০২০
আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলায় আজ পূর্ণ হলো করোনা আক্রান্তের সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি তম করোনাক্রান্ত ব্যাক্তি হলেন রোটারিয়ান, সাতক্ষীরা রেডক্রিসেন্টে সোসাইটির সাবেক যুব প্রধান সাতক্ষীরার মধ্যকাটিয়ায় বসবাসরত আবজালুর রহমানের ছেলে আরিফুর রহমান জেমস। তিনি জানান বিগত ৮ দিন আগে জ্বর সহ অসুস্থ অনুভব করায় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ১৮ জুন তার নমুনা পরিক্ষা করতে দেন। আজ ২২ জুন দুপুরে তাকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করা হয়। সাতক্ষীরা জেলার ১০০ তম করোনা ভাইরাস পজেটিভ আরিফুর রহমান জেমস জানান তিনি এখন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। তিনি এ প্রতিবেদককে জানান পুনরাই আমি নমুনা দেব, আশাকরি এবারে আমার রিপোর্ট পজেটিভ আসবে। আমি সবার দোয়া প্রার্ধী। সাতক্ষীরায় আজ ৫ জনের মধ্যে অন্য যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তারা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ডক্টরস ল্যাবে কর্মরত আহসানউল্লাহ তার স্ত্রী আমেনা খাতুন ও ছেলে জিহান ও পিজনা নামের অপর একজনের রিপোর্ট পজেটিভ এসেছে তবে তার ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন এ পর্যন্ত সাতক্ষীরা জেলা থেকে ১৫৯৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে, তার মধ্যে ১১৮২ জনের নমুনা এসেছে। আজ আক্রান্তদের নমুনা গত ১৮ জুন নেয়া হয়। সদর থানার কুইক রেসপন্স টিম কর্তৃক তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এ সময়, করোনা আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সাথে, এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।