ঢাকা (বিকাল ৪:৪৭) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঘাটায় সিজার অপারেশনে নবজাতকের মৃত্যু

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার রাত ০৮:৪৮, ২৮ এপ্রিল, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে সিজার অপারেশন করতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নবজাতকের লাশ দেখতে উৎসুক জনতার ভিড় জমে। মানুষের সমাগম ঠেকাতে ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে।

স্থানীয়রা জানান- উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামের হাবিবের স্ত্রী মোমেনা বেগম (৩২) এর গত বুধবার প্রসব বেদনা ওঠে। ওই দিন বোনারপাড়াস্থ ডিজিটাল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিজার অপারেশন করার জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন করতে গিয়ে ডাক্তারদের কর্তব্য অবহেলায় নবজাতক কন্যা শিশুটি মারা যায়। অপারেশন থিয়েটার থেকে মোমেনা বেগমকে বেডে নিয়ে যাওয়া হয় এবং নবজাতক শিশুটিকে দেখতে চাইলে চিকিৎসা নিতে আসা মোমেনার আত্মীয় স্বজনদের দেখতে দেওয়া হয় না। পরে অনেক টালবাহনা করে মৃত নবজাতক শিশুটিকে তার পরিবারের হাতে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে মৃত নবজাতক শিশুটিকে দেখতে উৎসুক জনতার ভীড় জমে। পরে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে আসলে লোকজন সরে যায়। এ ঘটনার পরে রোগীর সঙ্গে আসা অনেকেই অভিযোগ করেন- মৃত নবজাতকের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। শুধু এ ঘটনাই নয়, পর পর একইভাবে একই হাসপাতালে দুইটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায় নি।

এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT