ঢাকা (সকাল ৬:১২) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় মাহমুদ হাসান রিপনের পূজা মন্ডপ পরিদর্শন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০৮, ১৪ অক্টোবর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শুরুকরেন তিনি।

এসময় মাহমুদ হাসান রিপন সনাতনধর্মলম্বী লোকজনের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি- সস্পাদকের হাতে ব্যক্তিগত আর্থিক অনুদান তুলে দেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহামুদ হাসান রিপন বলেন, সাঘাটা-ফুলছড়ি উপজেলার সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে।প্রতিবছর আয়োজকবৃন্দের জাকজমকপূর্ণ প্রস্ততির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।সকলের সম্মিলিত প্রয়াসে এই অসা¤প্রদায়িক চেতনা বাংলাদেশকে আরো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

এসময় গাইবান্ধা জেলা অওয়ামীলীগ সহ-সভাপতি আনারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. শামসীল আরেফিন টিটু, বোনারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান কবীর, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ,সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ,তাতী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT