ঢাকা (সকাল ৭:৫১) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঘাটায় মমতা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বুধবার সন্ধ্যা ০৬:২৭, ১৩ অক্টোবর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে গত সোমবার বিকালে মমতা প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক সাইফুল ইসলাম।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, এমওএমসিএইচএফপি ডাঃ রফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপসহকারী মেডিক্যাল অফিসার ,এফডব্লিঊভি, এফপিআই, হেল্থ ইন্সপেক্টর,এফডব্লিউএ ,সিএইচসিপি সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মমতা প্রকল্পের কোঅর্ডিনেটর শাহ মোঃ হারুন অর রশিদ,আপেল হোসেন ও প্রজেক্ট টীমের সদস্যবৃন্দ।

জানা গেছে, মমতা নামক নতুন এক প্রকল্প গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ০৩ টি ইউনিয়নের মা ও শিশু মৃত্যুর ঝুকি কমানোর প্রয়াসে নতুন এক সম্ভাবনাময়ের বারতা নিয়ে শুরু করছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশন। মমতা প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছেন সেভ দ্যা চিলড্রেন এবং কইকা নামক আন্তর্জাতিক সংস্থা।

প্রকল্পটির উদ্দেশ্য মা ও শিশু মৃত্যু হ্রাস করে এসডিজি লক্ষ অর্জনে ভুমিকা পালন, নিরাপদ প্রসব নিশ্চিত সহ জনসচেতনতা বৃদ্ধি করা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT