সাঘাটায় বাড়িঘর ভাংচুর ও জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা রবিবার বিকেল ০৫:৪২, ২ মে, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাটি গ্রামে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দ্বারা বাড়িঘর, সীমানা প্রাচীর ভাংচুর করে জমি জবর দখল করার প্রতিবাদে গত ২ মে বোনারপাড়ায় উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বাটি গ্রামের মহা আলমের পুত্র মাসুদুর রহমান মাসুদ তার লিখিত বক্তব্যে বলেন- আমরা কবলা দলিল মূলে ৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি। সম্প্রতি কচুয়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র রাব্বী ও তার বোন খাদিজাতুল কোবরা অবৈধভাবে আমাদের ভোগ দখলীয় জমি তাদের বলে দাবি করেন। যাহার স্বপক্ষে তাদের কোন দলিল বা কাগজপত্রাদি নেই।
আমরা বাড়ীতে না থাকার সুবাদে গত ২৭ এপ্রিল রাব্বী মিয়া, জালাল উদ্দিন, খাদিজাতুল কোবরা, আসমা বেগম ও তাদের ৭/৮ জন ভাড়াটে গুন্ডা বাহিনী আমাদের ভোগ দখলীয় জমিতে প্রবেশ করে ১টি চৌচালা টিনের ঘর, সীমানা প্রাচীর ভাংচুর করে। এছাড়াও ৭/৮টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে। এতে আমার মা জাহানারা বেগম বাঁধা দিলে তাকেও বেদম মারপিট করে। তাদের এ সন্ত্রাসী কর্মকান্ডে আমাদের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ঘটনায় আমার মা জাহানারা বেগম সাঘাটা থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নিয়ে বিভিন্ন টালবাহনা করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মামলা গ্রহণ পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।