সাঘাটায় জিও ব্যাগ ডাম্পিং ও ব্লকের কাজের উদ্বোধন
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা শনিবার রাত ১১:১৮, ২০ নভেম্বর, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর ও কচুয়া হিন্দুপাড়া এলাকায় বাঙ্গালী নদীর তীর রক্ষা কাজের বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং ও ব্লকের কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এম.পি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র পক্ষে উক্ত কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের এসডি এ.বি.এম মাহবুবুল আলম খন্দকার, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা, এসও রুবেল সরকার, ঠিকাদার প্রতিনিধি রমজান আলী, পবন, ইউপি সদস্য হবিবর রহমান, সুজন প্রমূখ।
উল্লেখ্য,, বাঙ্গালী নদীর তীর রক্ষা কাজের জন্য রামনগর পয়েন্টে ৮ কোটি ৮৪ লাখ ও কচুয়া হিন্দুপাড়া পয়েন্টে ৫ কোটি ৪৩ লাখ টাকার কাজ সম্পন্ন হবে।