ঢাকা (সকাল ৬:৪১) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঘাটায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে ৩ জন ও বিদ্রোহী প্রার্থী ৬ জন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার রাত ১১:৩১, ৯ জানুয়ারী, ২০২২

৫ম ধাপে গাইবান্ধার সাঘাটা উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যারা-

বোনারপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে নাছিরুল আলম স্বপন ৭ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীক আহসানুল কবির পেয়েছেন ৫ হাজার ৯শ’ ১১ ভোট।

পদুমশহর ইউনিয়নে আনারস প্রতীকে মফিজুল হক ৭ হাজার ২শ’ ৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকে তৌহিদুজ্জামান স্বপন পেয়েছেন ৫ হাজার ১শ’ ৬৯ ভোট।

মুক্তিনগর ইউনিয়নে ঘোড়া প্রতীকে আহসান হাবীব লায়ন ৫ হাজার ৮শ’ ৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীক মঈন প্রধান লাবু পেয়েছেন ৩ হাজার ৫শ’ ৪৬ ভোট।

ভরতখালী ইউনিয়নে আনারস প্রতীকে ফারুক হোসেন ৩ হাজার ৯শ’ ৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকে জাফরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৩ হাজার ৩শ’ ২২ ভোট।

সাঘাটা ইউনিয়নে নৌকা প্রতীকে মোশারফ হোসেন সুইট ৭ হাজার ৫শ’ ৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকে ফরহাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৯শ’ ২৯ ভোট।

হলদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল ৩ হাজার ৩শ’ ৬২ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী দুটি পাতা প্রতীকে ওমর হোসেন পেয়েছেন ২ হাজার ৪শ’ ১৩ ভোট।

জুমারবাড়ী ইউনিয়নে চশমা প্রতীকে আমিরুল ইসলাম ৫ হাজার ১শ’ ১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকে মাহফুজার রহমান মাফু পেয়েছেন ৪ হাজার ৪শ’ ৯৮ ভোট।

কামালেরপাড়া ইউনিয়নে আনারস প্রতীকে শাহিনুর ইসলাম সাজু ১১ হাজার ৭শ’ ৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকে আব্দুল ওয়াদুদ সরকার পেয়েছেন ৮ হাজার ৪শ’ ৭৮ ভোট।

কচুয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে ডাঃ লিয়াকত আলী ৫ হাজার ৬শ’ ৫ ভোট ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকে মাহাবুবর রহমান পেয়েছেন ৪ হাজার ১০ ভোট।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT