ঢাকা (রাত ১১:৪২) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় অগ্নিকান্ডে পাচঁটি ঘর পুড়ে ছাই; অগ্নিদগ্ধ হয়ে আহত এক

আসাদ খন্দকার.সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার.সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার সন্ধ্যা ০৭:২২, ৪ জুন, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার আগগড়গড়িয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় পাচঁটি ঘর পুড়ে ছাই হয়েছে। এসময় গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন এক ব্যক্তি। আর এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার আগগড়গড়িয়া গ্রামের শের আলীর ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে, গত শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুন শেরআলী, মতিন, দুদু, রানা বাবু বাড়ি-ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা নগদ প্রায় ১ লক্ষ টাকা, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পাচঁটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে আগুন নিভাতে ও গোয়াল ঘর থেকে গরু বের করার সময় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন শের আলী (৩৫)। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করানো হয়। তার অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকান্ডে দেড় লক্ষ টাকা মূল্যের দুটি গরু পুড়ে মারা যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT